যশোরে ইউপি

যশোরে ইউপি চেয়ারম্যানের জমি দখল করে কাঁটাতারের বেড়া!
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজার পৈত্রিক
জমি দখল করে কাঁটাতারের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চেয়ারম্যানের মা সায়িদা ইয়াসমিন (৬০) জবরদখলের ঘটনায় কোতোয়ালি মডেল থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি তার স্বামীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে। সাহিদা ইয়াসমিনের স্বামী জীবদ্দশায় ৩৬ শতক জমির মধ্যে ৭ শতক জমি আঃ রউফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরবর্তীতে আঃ রউফ ওই জমি আরও দুই ব্যক্তির কাছে বিক্রি করার সময় কৌশলে জমির অবস্থান পরিবর্তন করে অন্য জমি দখল করেন। বিষয়টি জানাজানি হলে সাহিদা ইয়াসমিনের পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের হুমকি দিতে শুরু করে।
সায়িদা ইয়াসমিনের ছেলে ইউপি চেয়ারম্যান শামীম রেজা এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে বিবাদীরা আইন অমান্য করে সায়িদা ইয়াসমিনের জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণ শুরু করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন সাহিদা ইয়াসমিন।
অভিযুক্ত বাবুল এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান শামীম রেজা বলেন, তার বাবার ক্রয়কৃত জমি জোর করে ভোগ দখল করতে চাচ্ছে বাবুলগং। অবৈধ টাকা ব্যয় করে স্থানীয় কিছু ব্যক্তিকে হাত করে এই কাজ করছে তারা। এ ঘটনায় তিনি উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনির কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এনআই
আপনার অনুসন্ধানকৃত ডাটা খোঁজে পাওয়া যায়নি
